fbpx

শপথ নেওয়া হলোনা বিচারপতি নাজমুল আহাসানের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান শপথ নেওয়ার আগেই মারা গেছেন।

৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৬ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছিলেন বিচারপতি নাজমুল আহাসান অবস্থা জটিল হওয়ায় চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ৮ জানুয়ারি আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান নাজমুল আহাসান। পরদিন ৯ জানুয়ারি শপথ নেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি শপথ নিতে আর পারেননি।

বিচারপতি নাজমুল আহাসানের মৃত্যুতে শোক জানিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Advertisement
Share.

Leave A Reply