fbpx

শফিক রিয়ানের দ্বিতীয় কাব্যগ্রন্থ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অমর একুশে বইমেলা ২০২৩ এ পাওয়া যাচ্ছে কবি ও কথা সাহিত্যিক শফিক রিয়ান’র নতুন বই ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’। এটি তার চতুর্থ বই ও দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। বইটি প্রকাশ করছে পথিকৃৎ প্রকাশন।

প্রেম, ভালোবাসা, দ্রোহ, প্রকৃতি পরিবেশসহ বেশ কিছু বিষয় নিয়ে লেখা কবিতা দিয়ে ৬৪ পৃষ্ঠার বইটি সাজানো হয়েছে।

এর আগে এই লেখকের ‘আজ রাতে চাঁদ উঠবে না’, ‘বিধ্বস্ত নক্ষত্র’, ‘মেঘ বিষাদের দিন’ নামে তিনটি বই প্রকাশ হয়েছে। নতুন বই প্রকাশের বিষয়ে তিনি জানান, ‘মনের ক্ষুধা মেটাতেই মূলত লেখালেখি করি। তারই ধারাবাহিকতায় আমার নতুন এই বই। আশা করি, বরাবরের মতো সবাইকে পাশে পাব।’

পথিকৃৎ প্রকাশনের কর্ণধার সোহাগ হোসেন জানান, তাঁর কবিতায় তিনি তুলে ধরেছেন প্রেম-বিরহ, সুখ-দুঃখ, প্রেয়সীর প্রতি এক অকৃত্রিম নিবেদন। তার সাথে আমার যাত্রা দীর্ঘ হোক।

মেলার চর্যা প্রকাশের ৫৯১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply