fbpx

শাহরুখের নায়িকা বাংলাদেশের সঞ্জীতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখনো মুক্তির অপেক্ষায় শাহরুখ খানের জাওয়ান সিনেমাটি। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে কিং খানের এই সিনেমা। মুক্তির আগেই তোলপাড় চলছে এই সিনেমা নিয়ে। আর এই সিনেমাতেই আছেন বাঙালী অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য। তার নানা বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে।

তামিল নির্মাতা অ্যাটলি পরিচালিত জাওয়ান সিনেমায় নয়নতারা, দীপিকার পাশাপাশি অভিনয় করছেন বাঙালি এই অভিনেত্রী। সঞ্জীতার বাবার নাম সঞ্জয় ভট্টাচার্য। কলকাতার বাসিন্দা তিনি। মায়ের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে। যদিও সঞ্জিতা দিল্লিতে থাকেন কিন্তু পুরোদস্তুর বাঙালী তিনি। সঞ্জীতা নিজে ঝরঝরে বাংলা বলতে পারেন।

অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে নামলেও সংগীতে স্নাতক ডিগ্রি নিয়েছেন তিনি। এর আগে দুটি হিন্দি ভাষার ওয়েব সিরিজে কাজ করেছেন। ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার।

ভারতীয় সংবাদমাধ্যমে সঞ্জীতা ভট্টাচার্য বলেন, ‘আমার বেশ কিছু বন্ধু আছে যারা বাঙালি; কিন্তু এক ফোঁটা বাংলা বলতে পারে না। আমি আসলে প্রবাসী বাঙালি। কিন্তু আমার বাবা কলকাতার, মা ময়মনসিংহের। তাই বাংলার চলটাই আমাদের বাড়িতে বেশি।’
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুযোগ প্রসঙ্গে সঞ্জীতা বলেন, ২০২১ সালের জুলাইতে নেটফ্লিক্সে আমার প্রথম সিরিজ ‘ফিলস লাইক ইশক’ মুক্তি পায়। তার এক মাস পরেই অর্থাৎ আগস্টে ‘জওয়ান’ সিনেমাটিতে অভিনয়ের জন্য ফোন পাই। আমি জানি না তারা কিভাবে আমাকে খুঁজে পেয়েছিলেন। তবে আমাকে অডিশন দিতে হয়েছিল।

শাহরুখের নায়িকা বাংলাদেশের সঞ্জীতা

শাহরুখ-নয়নতারাকে নিয়ে তার ভাষ্য, আমি ভীষণ লাকি! শাহরুখ স্যার তো অসামান্য। উনি সেটে থাকা মানেই আমরা সবাই বাড়তি এনার্জি পেয়ে যেতাম। তবে নয়নতারাও অসাধারণ। এত বড় তারকা, অথচ তার থেকে বিনম্রতা শিখতে হয়। প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করা, নিজের কাজের জন্য কোনো রকম অভিযোগ না করে পরিশ্রম করা- এ শিক্ষাগুলোই ‘জওয়ান’-এর সেট থেকে আমার সবচেয়ে বড় পাওয়া। দীপিকার সঙ্গে আমার কোনো দৃশ্য নেই। তবে নয়নতারার সঙ্গে অভিনয় করতে পেরেছি, এটা আমার জীবনের অন্যতম বড় পাওয়া।‘

সঞ্জীতা বলেন, সত্যি বলতে, এখনো পুরো বিষয়টা বিশ্বাসই হচ্ছে না। দুই বছর ধরে আমরা কাজ করছি ‘জওয়ান’-এ। আর কিছুদিন পরেই মুক্তি পাবে। এবার আস্তে আস্তে বুঝতে পারছি উত্তেজনাটা। আমার মনে হয়, যখন সিনেমাটি মুক্তি পাবে আর আমি নিজেকে পর্দায় দেখব- তখন বোধ হয় উপলব্ধি করতে পারব যে স্বপ্ন সত্যি হয়েছে।‘

শাহরুখ ছাড়াও আরও অভিনয় করেছেন নয়নতারা, দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভার।

Advertisement
Share.

Leave A Reply