fbpx

শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাস্থ্যসম্মত করে তুলতে মাউশির নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের জন্য তা আনন্দদায়ক ও নিরাপদ করে গড়ে তোলা হচ্ছে কি না, তা জানতে চেয়েছে সরকার। এজন্য বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। আর এটি বাস্তবায়নের জন্য আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারকে নির্দেশ দেন মহাপরিচালক।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ২২ জানুয়ারি একটি গাইডলাইন পাঠায়।এখন এইসব প্রতিষ্ঠানে সেই গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় হিসেবে প্রস্তুত করছে কি না, তা পরিবীক্ষণ করা প্রয়োজন। সব আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিজ নিজ অঞ্চল এবং উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না তা পরিবীক্ষণ করবেন।

এছাড়া মুজিববর্ষ উপলক্ষ্যে স্থায়ীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য গাইডলাইন অনুসরণ করে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না তাও পরিবিক্ষণ করার জন্য আদেশে উল্লেখ করা হয়।

Advertisement
Share.

Leave A Reply