fbpx

শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু, খুলেছে প্রাক-প্রাথমিকও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টানা দুই বছর পর পুরোদমে ক্লাস শুরু হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। করোনার প্রভাব কাটিয়ে প্রাক-প্রাথমিকে ফিরেছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব বিরাজ করছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকেই স্কুল-কলেজে শিক্ষার্থীরা আসতে শুরু করে। অনেকদিন পর বন্ধুদের দেখতে পেরে সবার মুখে খুশির ঝিলিক দেখা গেছে। একই সঙ্গে খুশি অভিভাবকরা। কেননা দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় হাঁপিয়ে উঠেছেন সবাই।

অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা গেছে। সন্তানকে স্কুলে পৌঁছে দিতে অনেক অভিভাবক গেটে ভিড় জমান। তবে স্বাস্থ্যবিধি মানার বেলায় সবাইকে বেশ উদাসীন দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জানান, অনেক দিন পর স্কুলে গিয়ে তাদের ভালো লাগছে। বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে সবাই। অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে, এটি ভেবেই খুব ভালো লাগছে।

এক শিক্ষার্থী বলেন, ঈদের মতো লাগছে। আগের সেই পরিবেশটা ফিরে আসবে ভাবতেই ভালো লাগছে। করোনায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এখন পুষিয়ে নিতে হবে।

তবে করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগে থেকেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গোটা শিক্ষাপ্রতিষ্ঠান জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলেছে। শিক্ষার্থীদের ধাপে ধাপে বিদ্যালয়ে প্রবেশ ও বাইরে বের করার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর গত বছরের ১২ সেপ্টেম্বর আংশিকভাবে চালু হয় শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব স্কুল-কলেজ বন্ধ করে দেয় সরকার। এরপর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল এবং  কলেজে আংশিকভাবে সশরীরে ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়গুলোও একই দিন থেকে তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে।

ফলে ২২ ফেব্রুয়ারি থেকে এসএসসি, এইচএসসি ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন ক্লাসের ব্যবস্থা রেখে নবম-অষ্টম শ্রেণির দুদিন এবং সপ্তম-ষষ্ঠ শ্রেণির একদিন করে ক্লাস শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply