fbpx

শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী আঁখি, ভর্তি হাসপাতালে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর মিরপুর সাড়ে এগারোতে একটি নাটকের শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শারমিন আঁখি। মূলত, শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিনি।

শনিবার (২৮ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এই অভিনেত্রীর স্বামী পরিচালক রাহাত কবির।
শারমিন আঁখি বর্তমানে ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ প্রসঙ্গে আঁখির স্বামী রাহাত বলেন,‘সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর সাড়ে এগারোতে। দুপুরের দিকে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। পুলিশের ধারণা, কেউ বডি স্প্রে ব্যবহার করেছে ওটার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে।’

রাহাত বলেন, ‘শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউজের দ্বিতীয় কাজ। তবে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়। চিৎকার করে আঁখি বেরিয়ে আসে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।’

আঁখির শারীরিক অবস্থা সংকটাপন্ন কি না—জানতে চাইলে রাহাত বলেন, ‘এখনই বলা যাচ্ছে না। আজ (রোববার) ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি। হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছর সময় লাগবে। সবার কাছে আঁখির জন্য দোয়া চাই।’

শারমিন আঁখি এক দশক ধরে অভিনয় করছেন। তিনি বেড়ে উঠেছেন চট্টগ্রামে। মঞ্চ থেকে তার অভিনয়ের শুরু। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply