fbpx

সংসদ উপনেতা নির্বাচিত হলেন মতিয়া চৌধুরী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিবিদ মতিয়া চৌধুরী জাতীয় সংসদে উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার দ্বাদশ জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচন করে।

সভায় সংসদের উপনেতা হিসেবে বেগম মতিয়া চৌধুরীর নাম উত্থাপন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাতে সমর্থন জানান সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন।

দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন। তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

একইসঙ্গে আবারও সংসদের স্পিকার হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে উপনেতার পদটি শূন্য হয়।

Advertisement
Share.

Leave A Reply