fbpx

সকাল ৯ টার মধ্যে সরকারি কর্মকর্তাদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে আসার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ চিঠি পাঠানো হয়।

মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তাই সকাল ৯ টার মধ্যে অফিসে আসছেন না এবং ৯ টা ৪০ পর্যন্ত অফিসে থাকছেন না। তারা নিজেদের ইচ্ছেমতো অফিস করছেন এবং অফিস ত্যাগ করছেন। এতে জনসাধারণকে দেওয়া সেবা বাধাগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে সরকারি কাজের গতিও কমে যাচ্ছে। বিষয়টি সরকারের সংশ্লিষ্টদের ক্ষুব্ধ করেছে।

এমন পরিস্থিতিতে নির্দিষ্ট সময় সকাল ৯টায় অফিসে এসে কমপক্ষে ৪০ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসকক্ষে অবস্থান করার তাগিদ দিয়ে ফের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।

নতুন এই চিঠিতে সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জনস্বার্থে আবশ্যিকভাবে সকাল ৯টায় অফিসে আসতে বলা হয়েছে। পাশাপাশি ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের পরবর্তী কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply