fbpx

স্বপদে বহাল জায়েদ খান, নিপুণের পদ স্থগিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেছিলেন জায়েদ খান। আজ শুনানি শেষে রায় জায়েদ খানের পক্ষে। অর্থাৎ জায়েদ খানের সাধারণ সম্পাদকের পদ বহাল থাকবে। অন্যদিকে নিপুণের পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) জায়েদের আইনজীবী নাহিদ সুলতানা যুথি এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদনের শুনানি হয়।

সমাজসেবা অধিদপ্তরের ওই চিঠি এবং আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ বিষয়ে জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। এক সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। নির্বাচনের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। সাধারণ সম্পাদক পদে আরেক প্রার্থী নিপুণ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রার্থিতা বাতিলের আবেদন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় রায়ের ভার দেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের হাতে।

৫ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান।

৬ ফেব্রুয়ারি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সবাই শপথ গ্রহণ করেন।

Advertisement
Share.

Leave A Reply