fbpx

সব হারিয়ে নিঃস্ব গায়ক কিশোর এখন সিএনজি চালক!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সব হারিয়ে নিঃস্ব ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত সংগীতশিল্পী কিশোর দাশ এখন সিএনজি চালক! রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়ায় সিএনজি চালাচ্ছেন তিনি।তবে বাস্তবে নয়, তার নতুন গানের ভিডিওতে এমনই সিএনজি চালকের ভূমিকায় দেখা যাবে তাকে।

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নির্মিত গানটির শিরোনাম ‘মিথ্যেবাদীরে’।এটির কথা-সুর করেছেন প্লাবন কোরেশি আর সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই।

কিশোর ও মডেল জেবা জান্নাতকে নিয়ে গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ।

কিশোর জানান, এটি একটি মডার্ন ফোক গান। যেমন গান তিনি সচরাচর গাননি আগে।

অন্যদিকে সিএনজি চালানো প্রসঙ্গে এই গায়ক বলেন, ‘চরিত্রের প্রয়োজনে সিএনজি চালাতে হলো। যেহেতু গাড়ি চালানোর অভ্যাস আছে, সেহেতু সিএনজি চালাতে খুব একটা বেগ পেতে হয়নি। মূল চালকের কাছ থেকে হালকা ট্রেনিং নিয়েছি শুটিংয়ের সময়। দেখলাম, ভালোই চালাতে পারি!’

কিশোর জানান, এই গানে শুধু সিএনজি চালকই নন তিনি। আরও কয়েকটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। যা ক্রমশ প্রকাশ্য।

আসছে ঈদে কিশোরের একমাত্র উপহার হিসেবে ডিএমএস-এর ব্যানারে প্রকাশ পাচ্ছে গানচিত্রটি।

Advertisement
Share.

Leave A Reply