fbpx

সরকারি কর্মীদের আইফোনসহ সব বিদেশি ফোন নিষিদ্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকারি কর্মীরা আইফোনসহ বিদেশি প্রতিষ্ঠানের তৈরি কোনো ধরনের ফোন ব্যবহার করতে পারেন না। এমনই নিয়ম বেঁধে দিয়েছে চীন।

দ্য গার্ডিয়ান জানাচ্ছে, এই নিষেধাজ্ঞার ফলে দেশটিতে সরকারি চাকরিজীবীরা অফিসের কাজে আইফোন বা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের তৈরি ফোন ব্যবহার করতে পারবেন না।

নতুন এ সিদ্ধান্তের ফলে চীনের বাজারে আইফোন বিক্রি কমে যাবে। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। তবে এ বিষয়ে কোন মন্তব্য করেনি অ্যাপল।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোয় চীনা প্রযুক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতেই আইফোনসহ বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সব ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন।

উল্লেখ্য, ২০১৯ সালে নিরাপত্তার অজুহাতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হুয়াওয়ে’কে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

Advertisement
Share.

Leave A Reply