fbpx

সরকার মানুষের কষ্ট বোঝে না : জিএম কাদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকার দেশের মানুষের কষ্ট বোঝেনা বলেই অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (১১ অক্টোবর)পার্টির চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘পরিবহন সেক্টরের সাথে নাটকের মাধ্যমে ধর্মঘট ডেকে সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে দিয়েছে। ভাড়া যা বাড়িয়েছে তার প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছে গণপবিরহনগুলো। কিন্তু এসব দেখার কেউ নেই। অসহনীয় কষ্টে আছে দেশের মানুষ। তেলের দাম বাড়ার সাথে প্রতিটি পণ্যের দাম বেড়ে যাবে, মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যাবে।’

বিশ্ব বাজারে তেলের দাম কমলে তখন দেশে তেলের দাম কমানো হয়না অভিযোগ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘করোনাকালে অনেক কমদামে তেল কিনে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করেছে সরকার। কিন্তু এখন ভতুর্কি দিয়ে হলেও তেলের দাম কমাতে হবে। বিশ্ব বাজারে তেলের দাম বাড়লেও জাতীয় পার্টির আমলে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কখনোই তেলের দাম বাড়াতেন না। তিনি সব সময় ভতুর্কি দিয়ে তেলের দাম মানুষের সামনে সহনীয় পর্যায়ে রেখেছেন। বর্তমান বাস্তবতায় তেলের দাম বাড়ানো হচ্ছে গণবিরোধী সিদ্ধান্ত।’

গণতন্ত্র দিবসের আলোচনা সভায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নূর হোসেন হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করার দাবি জানিয়ে বলেন, ‘কেন নূর হোসেন হত্যার পোষ্ট মর্টেম রিপোর্ট প্রকাশ হলো না? আজ দেশের মানুষ জানতে চায়, কেন নূর হোসেন হত্যায় মামলা হলো না? ১৯৯১ সালের পর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর নামে অসংখ্য মামলা হয়েছে কিন্তু নূর হোসেন হত্যার মামলা হলো না কেন?’

জাতীয় পার্টির দুর্নাম করতেই ষড়যন্ত্রের মাধ্যমে নূর হোসেনকে হত্যা করা হয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন, নূর হোসেন বুকে ও পিঠে যে স্লোগান লিখেছিলেন আজ আমরাও সেই স্লোগান দিচ্ছি। আজ আমরাও বলছি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আমরা নূর হোসেন হত্যার বিচার চাই।’

Advertisement
Share.

Leave A Reply