fbpx

সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন বৃহস্পতিবার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে যাচ্ছে সর্বজনীন পেনশন কর্মসূচির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল পদ্ধতিতে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

অর্থ বিভাগ সূত্র জানায়, আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন কর্মসূচি চালু করা হবে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করা হচ্ছে এগুলোর নাম হচ্ছে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী।

বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’, প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী’ ও দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’ শীর্ষক কর্মসূচি চালু করা হবে।

যাতে দেশের ১৮ থেকে ৫০ বছর বয়সী সব নাগরিকই এ ব্যবস্থার আওতায় আসতে পারেন সেভাবে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং ৬০ বছর বয়স থেকে তারা আজীবন পেনশন পাবেন।

৫০ বছরের বেশি বয়সীদেরও পেনশন কর্মসূচির আওতায় রাখার সুযোগ তৈরি করা হয়েছে। তারা টানা ১০ বছর চাঁদা দেওয়ার পর পেনশন সুবিধা পাবেন।

 

Advertisement
Share.

Leave A Reply