fbpx

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫৭ রোহিঙ্গা আটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ৫৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। এসময় তাদের সাথে থাকা আরও তিন দালালকেও আটক করেছে র‍্যাব।

২৫ মার্চ (শুক্রবার) ভোররাতের দিকে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ভোররাতের দিকে নারী,পুরুষ ও শিশুসহ মোট ৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে। দালালচক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাদের বলেও জানায় র‍্যাব।

এর আগে গত ২১ মার্চ মালয়েশিয়া নেবার কথা বলে মহেশখালীর সোসাদিয়া দ্বীপে ১৪৯ রোহিঙ্গাকে নামিয়ে দেওয়া হয়। পরে তাদের উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায় দালালচক্রটি।

Advertisement
Share.

Leave A Reply