fbpx

সাতক্ষীরায় তলিয়ে গেছে সাড়ে ৭ হাজার ঘের, ক্ষতি ৫৫ কোটি টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার চারটি উপজেলার ২৭ টি ইউনিয়নের সাত হাজার ৫৬০ টি মাছের ঘের তলিয়ে গেছে।

জেলার মৎস্য অফিস বলছে, এতে করে মৎস্য খাতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ৫৫ কোটি টাকা।

ঘূর্ণিঝড় ইয়াসে ও পূর্ণিমার ভরা জোয়ারে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও দেবহাটা উপজেলার বিস্তীর্ণ এলাকার চিংড়ির ঘেরগুলো পানির নিচে তলিয়ে যায়। তলিয়ে যাওয়া জমির আয়তন ৬৭৩৮ হেক্টর।

এছাড়া এই ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে সাতক্ষীরা জেলার অন্তত ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। আর এসব গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে লোনা পানি ঢুকেছে।

এলাকাজুড়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতি এখনও পুরোপুরি নিরূপন করা যায়নি। তবে বাঁধ এবং মাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

সরকারের সহায়তায় জনপ্রতিনিধি ও গ্রামের মানুষ বাঁধ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Advertisement
Share.

Leave A Reply