fbpx

সাত বছর পর বাংলাদেশে এসেছেন জাইকার স্বেচ্ছাসেবী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাত বছর পর প্রথমবারের মতো জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একজন স্বেচ্ছাসেবক বাংলাদেশে এসেছেন। ২০১৬ সালে হলি আর্টিজান হামলার পর জাপান ওভারসিজ কো-অপারেশন ভলান্টিয়ার (জেওসিভি) কর্মসূচি স্থগিত করেছিল জাইকা।

বাংলাদেশে ১৯৭৩ সালে শুরু হওয়া জাপানের সরকারি উন্নয়ন সহায়তার (ওডিএ) ৫০ বছর পূর্তিতে বৈদেশিক স্বেচ্ছাসেবক কার্যক্রম আবার শুরু হলো। আজ মঙ্গলবার জাইকা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ওই স্বেচ্ছাসেবক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘জেওসিভি প্রগ্রাম নতুন করে চালু হওয়ার পর জাইকার প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

জাইকার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেওসিভি জাপানের সরকারি উন্নয়ন সহায়তার অংশ হিসেবে পরিচালিত একটি বহুল স্বীকৃত সহযোগিতা প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন করে জাইকা। এই কর্মসূচির মধ্য দিয়ে জাপানের নাগরিকেরা অংশীদার দেশগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এবং দেশটির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগান।

Advertisement
Share.

Leave A Reply