fbpx

সাফল্য সেলিব্রেশনের পরিবর্তে আমরা দেখলাম অন্যকে টেনে নামানোর প্রাণান্ত চেষ্টা: ফারুকী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এবারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে হলে দর্শকের বেশ ভীর লক্ষ্য করা গেছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও হলগুলোতে দর্শক আসছে সিনেমা দেখতে। এটা অবশ্যই বাংলা সিনেমার জন্য আশার কথা। বলা হচ্ছে, এবারের ঈদের সিনেমাগুলো দর্শক খরা অনেকটাই ঘুঁচিয়েছে। তবে এটা যেমন আশার কথা তেমনি নির্মাতা কলাকুশলীদের পাল্টাপাল্টি আক্রমণও অনেকের চোখে পড়েছে। এই সাফল্য উদযাপন করার বদলে দেখা যাচ্ছে একে অপরকে টেনে নামানোর চেষ্টা চলছে। আর এই বিষয়টি নিয়েই হতাশ দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রবিবার(৯ জুলাই) নিজের ফেসবুক ওয়ালে বিষয়টি নিয়ে ফারুকী একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘এবারের ঈদে মানুষ হলে গেছে, তিনটা ছবি নিয়ে কথাবার্তা হয়েছে। কারো হয়তো এটা ভালো লেগেছে, কারো লাগে নাই। কারো ঐটা ভালো লেগেছে, অন্যজনের সেটা লাগে নাই। কিন্তু এই যে মানুষ হলে যাচ্ছে- এই জিনিসটা সেলিব্রেট করার কথা ছিলো। কিন্তু সেখানে পুরা জিনিসটাই এবার মোটামুটি আমরা আমাদের জাতীয় রাজনীতির পর্যায়ে নামাইয়া নিয়া আসছি। খুবই দুঃখজনক ছিলো ব্যাপারটা।’

এরপর তিনি লিখেছেন, ‘নিজের সাফল্য সেলিব্রেশনের পরিবর্তে আমরা দেখলাম অন্যকে টেনে নামানোর প্রাণান্ত চেষ্টা! এটা যে এবারই শুরু হয়েছে তা না! বেশ কয়েক বছর ধরে দেখছি ওটিটি কেন্দ্রিক ক্যাম্পেইনের সময়ও এরকম হচ্ছে! একটা সংঘবদ্ধ প্রচেষ্টা চলে অন্যদের খারিজ করে শুধু আমি বা আমারটাই সেরা প্রমাণ করতে! আমাদের জাতীয় রাজনীতিতে যেমন শত ফুল ফুটতে দেয়ার নিয়ম নাই, সিনেমা-ওটিটিতেও যদি আমরা এটা আমদানী করে ফেলি, এর চেয়ে দুঃখের কিছু থাকবেনা।’

শেষে নির্মাতা লিখেছেন, ‘মনে রেখো, ভাই ও বোনেরা, শুধু আমরা আর মামারা মিলে একটা ইন্ডাস্ট্রি হবে না। সবাই মিলেই সেটা হবে। নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে।’

Advertisement
Share.

Leave A Reply