fbpx

সারাদেশে ৩০ টাকা দরে ওএমএসের চাল বিক্রি ১ সেপ্টেম্বর থেকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশের ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে ৩০ টাকা দরে চাল বিক্রি হবে। ফলে সরকারের চলমান খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে (ওএমএস) খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।

এর আগে ৮১১টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম পরিচালিত হওয়ার কথা ছিল। সোমবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, টিসিবি কার্ডধারীরা ওএমএস এর মতো ন্যায্য মূল্যে ১০ টাকা কেজি দরে চাল পাবেন। তার পরিপ্রেক্ষিতে ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল দেওয়া হবে। এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ের ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি প্রান্তিক পরিবারকে প্রতিকেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply