fbpx

‘সাহস’ সিনেমা প্রদর্শনযোগ্য নয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নির্মাতা সাজ্জাদ খানের পরিচালনায় সিনেমা ‘সাহস’ দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনযোগ্য নয় বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে জানতে চাইলে নির্মাতা সাজ্জাদ খান জানান, ‘প্রযোজকের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ছবিটি প্রদর্শনযোগ্য নয় কেন, এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সর বোর্ডের এক সদস্য জানান, ‘ছবিতে অশ্লীল সংলাপ, গালাগালি ও ভায়োলেন্স রয়েছে। সেই সঙ্গে যুবকদের অপরাধপ্রবণতায় উৎসাহিত করে-এমন কিছু দৃশ্য রয়েছে। ফলে ছবিটি সিনেমা হলে প্রদর্শনযোগ্য নয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চিঠিতেও সেই বিষয়গুলোই উল্লেখ করা হয়েছে। সেন্সর বিধি অনুসারে, চিঠি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে ছবির প্রযোজক-পরিচালকের।

সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান নীপা এন্টারপ্রাইজ। নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার গল্পে এ ছবিতে অভিনয় করেছেন অর্ষা, ইমরানসহ আরও অনেকে।

Advertisement
Share.

Leave A Reply