fbpx

সিকিমে ২৩ বাংলাদেশি আটকা পড়েছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের উত্তর সিকিমে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আকস্মিক বন্যা ও ভূমিধসে ২ হাজার জনেরও বেশি পর্যটক আটকা পড়েছেন। তাদের মধ্যে ২৩ জন বাংলাদেশিও আছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর সিকিম জেলার মাঙ্গান থেকে চুংথাং পর্যন্ত রাস্তাটি পেগং সাপ্লাই খোলায় অবরুদ্ধ অবস্থায় আছে। এর ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে।

এ কারণে ১ হাজার ৯৭৫ জনের বেশি ভারতীয় এবং ৩৬ জন বিদেশি পর্যটক লাচেন ও লাচুং এলাকার হোটেলগুলোতে আটকা পড়েছেন।

বাংলাদেশি ছাড়া বিদেশি পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১০ জন এবং সিঙ্গাপুরের ৩ জন পর্যটক আছেন।

উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ৩৪৫টি গাড়ি এবং ১১টি মোটরবাইকও আটকা পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বৃষ্টি থামলেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হবে বলেও জানান তারা।

Advertisement
Share.

Leave A Reply