fbpx

সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিডনি চলচ্চিত্র উৎসবের (এসএফএফ) বিচারক নির্বাচিত হলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবের ১২টি শাখার সিনেমার মূল্যায়নের দায়িত্বে থাকবেন বাংলাদেশি এই নির্মাতা।

বিচারক হিসেবে ফারুকীর সাথে আরও থাকছেন অভিনেতা ও পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া), বাফটা-মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ার বিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।

চলচ্চিত্র বিষয়ক পত্রিকা স্ক্রিন হাবকে উৎসবের পরিচালক নাশেন মুডলি জানান, ২০২২ সালের এ আয়োজনে জুরিদের পাঁচ জন পেশাদার চলচ্চিত্র নির্মাতা ও কুশলী। উৎসবে অসাধারণ সব ছবি আয়োজনের জন্য জমা পড়েছে। সব মিলিয়ে এবারের আয়োজনটি জাঁকালো হতে চলেছে।

উল্লেখ্য, ১৩ বছর ধরে অস্ট্রেলিয়ায় হয়ে আসছে সিডনি চলচ্চিত্র উৎসব। এবার ১২টি শাখায় পুরস্কার দেওয়া হবে। উৎসব আগামী ৮ জুন শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত।

Advertisement
Share.

Leave A Reply