fbpx

সিরিয়ায় বোমা হামলায় নিহত ৩৭ সেনা সদস্য

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিরিয়ায় একটি বাসে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৩৭ জন। আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার দেশটির দেইর আল- জৌর প্রদেশে এই হামলা হয়। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়,  নিহতরা সবাই সেনা সদস্য। ছুটি শেষে বাসটিতে করে তারা বাড়ি ফিরছিলেন। তখন এই হামলা হয়।

তবে, দেশটির রাষ্ট্রিয় গণমাধ্যম জানিয়েছে হামলায় নিহত সবাই বেসামরিক নাগরিক। এবং নিহতের সংখ্যা ২৮ জন।
এই হমালার জন্য এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি গোঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়েছে।

সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘ জঙ্গি গোষ্ঠী আইএসের তথাকথিত খেলাফতের পতনের পর এটি সবচেয়ে ভয়াবহ হামলা।’  তিনি বলেন, জঙ্গিরা স্থানীয় শুলা গ্রামের রাস্তায় বোমা পুঁতে রেখেছিল। বাসটি ওই স্থানটি অতিক্রম করার সময় বোমাটি বিস্ফোরণ হয়। এই সময় জঙ্গিরা বাস লক্ষ্য করে গুলিও ছুঁড়তে থাকে।

Advertisement
Share.

Leave A Reply