fbpx

সিলেটে পানিবন্দি অবস্থায় যুবলীগ নেতার মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভয়াবহ বন্যায় সিলেটে পানিবন্দি অবস্থায় মৃত্যু হয়েছে এক যুবলীগ নেতার। সিলেট এমসি কলেজ ও জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, মহানগর যুবলীগের অন্যতম নেতা স্নেহাশীষ টিটু চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

তিনি আরও জানান, সিলেট নগরীর খরাদীপাড়ায় নিজ বাসায় পানিবন্দি অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় টিটুর।

তিনি বলেন, ‘আমাদের মতো অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধাদের শোকের সাগরে ভাসিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে সে এখন অনন্ত পথের যাত্রী! এমন মৃত্যু সংবাদ মেনে নেওয়া ভীষণ কষ্টের। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

সিলেটের সবকটি উপজেলা ও অর্ধেক শহর, সুনামগঞ্জের উপজেলা ও পৌর শহর বন্যায় প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ও সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমান মহাসড়ক। দুই জেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন দুই জেলার প্রায় ৪০ লাখ মানুষ।

১৮ জুন সিলেটের অন্যতম বিদ্যুৎ উপকেন্দ্র কুমারগাঁও স্টেশনে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে সিলেটের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। সুনামগঞ্জে গত দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়েছে, কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

Advertisement
Share.

Leave A Reply