fbpx

সীতাকুণ্ডে বিস্ফোরণ: পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন, ২২ ফায়ার কর্মী আহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ সদস্যের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া নয় জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জন শিল্প পুলিশ এবং ২ জন সীতাকুণ্ড থানার।

পুলিশের পাশাপাশি আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও আহত হয়েছেন। এখন পর্যন্ত ৯ জন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সব মিলিয়ে ২২ জন ফায়ার সার্ভিস কর্মীর আহতের সংবাদ জানা গেছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান বলেন, ‘আগুন লাগার খবরে প্রথমে সাড়া দেয় আমাদের কুমিরা স্টেশনের সদস্যরা। কিন্তু বিস্ফোরণের ফলে ৯ জন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিস্ফোরণে সীতাকুণ্ড পুলিশের কনস্টেবল তুহিনের পায়ের গোড়ালি বিচ্ছিন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। তিনি ছাড়াও আরও ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।’

সেই পুলিশ সদস্যের উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রাশিদুল হক।

তিনি বলেন, ‘কনস্টেবল মোহাম্মদ তুহিন হোসেনের ডান পায়ের গোড়ালি গুরুতর আঘাত লেগে থেঁতলে গেছে। তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। নিরাপত্তার কাজে সেখানে দায়িত্বে ছিলেন তিন। বিস্ফোরণেই সে আহত হয়।’

প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বি এম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়। আর আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ডিপোটির কনটেইনারে থাকা বিদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পার  অক্সাইডের কারণেই এমন বিস্ফোরণ ঘটেছে।

Advertisement
Share.

Leave A Reply