fbpx

সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সুনির্দিষ্ট তথ্য ছাড়া পথে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কেউ কোরবানির পশুবাহী যানবাহন থামাতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ বছর সারাদেশে ৪ হাজার ৩৯৯টি পশুর হাট বসবে বলেও জানান মন্ত্রী।

রোববার (১৮ জুন) বিকেলে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোরবানির পশু ঠিকমত যাতে শহরে ঢুকতে পারে এবং পরিবহন যাতে সুন্দর হয় সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও কোরবানির পশুর হাটে ওয়াচ টাওয়ার বসাব। পশুর হাটগুলো সিসি ক্যামেরায় আবৃত থাকবে। শুধু পুলিশ নয়, অনেকেই পশুবাহী গাড়ি থামিয়ে থাকে। যদি কেউ পশুবাহী গাড়ি থামায় তাহলে স্থানীয় এসপিকে জানাতে হবে। এরপর তিনি ব্যবস্থা নেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কোনো পশুবাহী নৌযান ও ট্রাক পরিবহনের সময় জোরপূর্বক নির্দিষ্ট কোনো হাটে যাতে বাধ্য করা না হয়, থামানো না হয়। সেজন্য ট্রাক বা যানের সামনে ব্যানারে লেখা থাকবে পশুবাহী যান কোন হাটে যাচ্ছে। পশুবাহী যানবাহন সড়ক, মহাসড়ক বা নদীতে কেউ থামাতে পারবে না। সুনির্দিষ্ট তথ্য না থাকলে আইনশৃঙ্খলা বাহিনীও থামাতে পারবে না। কেউ যান থামালে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

সারাদেশে সড়ক-মহাসড়কে কোনো প্রকার হাট যাতে না বসে আমরা সেটাও লক্ষ্য রাখব। পশুর হাটে হাসিলের সাইনবোর্ড দৃশ্যমান রাখতে হবে। পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও নিয়োজিত থাকবে। পশুর হাটে জাল নোট সনাক্তকরণ মেশিন ও এটিএম বুথ থাকবে এবং পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসক থাকবেন বলে জানিয়েছেন আসাদুজ্জামান খান।

ঈদের ছুটিতে সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘র‍্যাবের দৃশ্যমান টহল থাকবে। যানজট নিরসনে মহাসড়ক, সড়ক ও শহর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ে হাইওয়ে পুলিশ বা ব্যাটেলিয়ন আনসার থাকবে।’

মন্ত্রী আরও জানিয়েছেন, মহাসড়কের পার্শ্ববর্তী এলাকায় পশুর হাট বসলে তা যেন কোনোক্রমেই যেন মহাসড়কের ভেতর না আসতে পারে, সেজন্য ওই হাটের কর্মকর্তাদের ব্যবস্থা নিতে হবে।’

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ বা ৩০ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

Advertisement
Share.

Leave A Reply