fbpx

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে লাগবে কোভিড নেগেটিভ সনদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রিত অতিথিদের করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমনন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১০ মার্চ) সচিবালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গঠিত নিরাপত্তা বিষয়ক এক সভা শেষে একথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী ধারাবাহিকভাবে অনুষ্ঠান হবে।’

এই অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়ে স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দশদিনব্যাপী ধারাবাহিকভাবে অনুষ্ঠান করা হবে। অনুষ্ঠানে এই পর্যন্ত চারজন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি।’

বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানরা ঢাকার বাইরে যেসব স্থান বা অনুষ্ঠানে যাবেন, সেখানেও গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেন মন্ত্রী।

এছাড়া জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভাগ, জেলা, উপজেলা ও পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বছরব্যাপী অনুষ্ঠানমালায়ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সভায় জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘আমরা যে আয়োজনটা করছি, এখানে সীমিত আকারে করছি। যেহেতু স্বাস্থ্যবিধি মেনে করতে হচ্ছে সেজন্য বড় আকারে জনসমাগম করা হচ্ছে না।’

এই অনুষ্ঠানে  বিভিন্ন সেক্টরে ৫০০ এর মতো অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply