fbpx

সেনেগালে বিক্ষোভে নিহত চার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে বিরোধীদলীয় নেতাকে আটকের প্রতিবাদে টানা তিন দিন ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত চার জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণায় থেকে এই তথ্য দেয়া হয়েছে।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত বুধবার জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দেশটির বিরোধীদলের নেতা উসমান সোনকোকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে পুলিশের সাথে সংষর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা।

সমর্থকদের দাবি, সোনকোর বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সোনোকের মুক্তির দাবিতে তারা রাজধানী ডাকারসহ বিভিন্ন শহরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

পশ্চিম আফ্রিকার সবথেকে শান্তিপূর্ণ দেশ সেনেগাল। দেশটিতে চলমান রাজনৈতিক সংকটে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি আন্দোলনকারী ও পুলিশ দুই পক্ষকেই সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply