fbpx

সোনার দাম আরও কমলো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমছে ২ হাজার ৩৩২ টাকা।

বুধবার জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম কমেছে। তাই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে নতুন দামে সোনা বেচাকেনা হবে।

বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি দাঁড়াবে ৯৬ হাজার ৪৬১ টাকা। বুধবার যার দাম ছিল ৯৭ হাজার ৬২৮ টাকা। সে হিসাবে প্রতি ভরিতে দাম কমছে ১ হাজার ১৬৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি ৯২ হাজার ৮৭ টাকা, ১৮ ক্যারেট ৭৮ হাজার ৯০৭ এবং সনাতন পদ্ধতির সোনা ৬৫ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হবে। এখন প্রতি ভরি ২১ ক্যারেট ৯৩ হাজার ৬২৮ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৬ হাজার ৫৪৩ টাকায়। সে হিসেবে ২১ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমছে ৭৫৮ টাকা।

আন্তর্জাতিক বাজারে সোনার দামের পাশাপাশি দেশের বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় রোববার প্রতি ভরি সোনার দাম বেড়ে ৯৮ হাজার ৭৯৪ টাকায় দাঁড়ায়। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Advertisement
Share.

Leave A Reply