fbpx

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ রাখতে বলেছে হাইকোর্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সরকারের প্রধান আইন কর্মকর্তাকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে মৌখিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য বলেছে আদালত। এ বিষয়ে আদালত অবমাননার আবেদনটি শুনানির জন্য ২০ মে দিন রেখেছেন হাইকোর্ট।

১১ মে মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই সিদ্ধান্ত জানান।

এর আগে গত রবিবার আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীর পক্ষে এই আবেদনটি করেন মনজিল মোরসেদ। আজ আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন।

আদালতের নির্দেশনা না মেনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার অভিযোগ তুলে এক সচিবসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে গত রবিবার আদালত অবমাননার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। সেই সাথে উদ্যানে গাছ কাটা ও রেস্তোরাঁ বা দোকান নির্মাণের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনাও চাওয়া হয়।

আদালত অবমাননার আবেদনটি যাদের বিরুদ্ধে করা হয়েছে, তারা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আখতার ও প্রধান স্থপতি মীর মনজুর রহমান।

Advertisement
Share.

Leave A Reply