fbpx

স্কুল-কলেজ আর বন্ধ করতে চান না শিক্ষামন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের কারণে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চান না, জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘কঠোরভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। করোনার কারণে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে আমরা চাই না।’

দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে নতুন জাতীয় শিক্ষাক্রমের পরীক্ষামূলক পাঠদান শুরু হয়েছে বলেও জানান তিনি।

জানান, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা আরও ‘দক্ষ; হয়ে উঠবে বলেই তারা আশা করছেন।

পরীক্ষামূলক এই পাঠদানে কোনো সমস্যা হলে তা জানাতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, ‘একবারেই যে পুরোপুরি লক্ষ্যে পৌঁছে যাব তা নয়। আমরা চেষ্টা করব সবচেয়ে ভালো শিক্ষাক্রম যেন প্রণয়ন করতে পারি।’

উল্লেখ্য, ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। এর এক মাস পর আজ থেকে আবার ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা।

Advertisement
Share.

Leave A Reply