fbpx

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ভিকারুননিসা শিক্ষার্থীদের মিরপুর সড়ক অবরোধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকেরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধানমন্ডির অরচার্ড পয়েন্টের সামনে পাঁচ শতাধিক শিক্ষার্থী-অভিভাবক মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বেলা ২টার দিকেও সেখানে বিক্ষোভ চলছিল। ফলে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, বিপাকে পড়েন ওই পথে যাতায়াতকারী সাধারণ মানুষ।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও বিক্ষোভে অংশ নিয়েছে। তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানো হচ্ছে। কিন্তু তারা সড়ক ছাড়ছেন না।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে ভিকারুননিসা নূনের ধানমন্ডি শাখা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এরপর তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকেরাও। পরে তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মিরপুর সড়কে অবস্থান নেন।

Advertisement
Share.

Leave A Reply