fbpx

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জিয়া পরিবারের আবেদন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। এই নিয়ে তৃতীয় দফায় বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হলো।

আজ বুধবার (৩ মার্চ) বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার তার পরিবারের পক্ষ থেকে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে এই আবেদন করার পর স্বরাষ্ট্রমন্ত্রী তাতে স্বাক্ষর করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে হস্তান্তর করেন। কিন্তু, খালেদা জিয়ার মুক্তির এই মেয়াদ আর বাড়ানো হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইন মন্ত্রণালয়।

খালেদা জিয়ার ২য় দফার মুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২৫ মার্চ। মেয়াদ শেষ হবার ১১দিন আগেই বেগম জিয়ার শারীরিক অসুস্থতার অবনতির কারণ দেখিয়ে আবারো আবেদন করা হলো।

সাংবাদিকদের ব্যারিস্টার কায়সার কামাল আরো জানান, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে তার  বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে। বেগম জিয়াকে করোনা ভ্যাকসিন দেয়া হবে কিনা, সে বিষয়েও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান তার আইনজীবী।

Advertisement
Share.

Leave A Reply