fbpx

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য ও জার্মানির পথে রাষ্ট্রপতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৬ দিনের জন্য জার্মানি ও যুক্তরাজ্য সফরে গেছেন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী রাশেদা খানমকে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার বাংলাদেশ সময় ভোর রাত ৩টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে মরক্কোর রাষ্ট্রদূত মজিদ হালিম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এবং অন্যান্য উচ্চপদস্থ বেসামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

বাসস জানিয়েছে, রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চক্ষু পরীক্ষা করাবেন। রাষ্ট্রপতি ১৩ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

প্রায় ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জার্মানি ও লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

Advertisement
Share.

Leave A Reply