fbpx

স্বাস্থ্য সুরক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জাপা চেয়ারম্যানের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়, তাই নতুন অর্থবছরের বাজেটে স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার এক বিবৃতিতে তিনি জানান, ‘করোনাকালে প্রমাণ হয়েছে দেশের স্বাস্থ্য সেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সকল পরীক্ষা-নীরিক্ষার ব্যবস্থা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। জীবন রক্ষাকারী ঔষধ বিনামূল্যে দিতে হবে রোগীদের।’

দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ বিদেশে যাবে না উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হলে, কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না। আমরা চাই বিনা চিকিৎসায় যেন একজন রোগীরও মৃত্যু না হয়। চিকিৎসাসহ মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি।’

উল্লেখ্য, আগামী ৩ জুন সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনাকালে এবারও স্বাস্থবিধি মেনে সংক্ষিপ্ত আকারে বাজেট উপস্থাপনের কথা জানিয়েছে অর্থমন্ত্রী।

Advertisement
Share.

Leave A Reply