fbpx

স্বৈরশাসককে গ্রহণ করেনি বাংলাদেশের ইতিহাস : রিজভী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশ স্বৈরশাসনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

১৯ ফেব্রুয়ারি শুক্রবার জিয়াউর রহমানের কবর জিয়ারত করার পর একথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, এই মাফিয়া রাষ্ট্রতন্ত্রের পতন অত্যাসন্ন। আমাদের ইতিহাস বলছে, কখনোই স্বৈরশাসককে গ্রহণ করেনি এই দেশের মানুষ।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার পতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে অভিযোগ করে রিজভী বলেন, ‘তার বিদায়ের ঘণ্টা বেজে গেছে, এখন তার পতনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

সরকারের অন্যায় অপকর্ম আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ‘তারা মুখ দেখাতে পারছে না। তার পায়ের নিচে মাটি নেই। তিনি এখন অন্ধ রাষ্ট্র শক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমিয়ে রেখে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। এটা আর তিনি পারবেন না।’

খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল আদালতে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে, কেরানীগঞ্জ বিএনপির অফিসের সামনে আয়োজিত মানবন্ধনে ‘পুলিশি বাধার’ ঘটনারও সমালোচনা করেন রিজভী।

Advertisement
Share.

Leave A Reply