fbpx

হইচইয়ে প্রথমবার নিশো,‘কাইজার’-এর ফার্স্ট লুক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলা ওটিটি এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হইচই তাদের অরিজিনাল সিরিজ ‘কাইজার’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছে। সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। হইচই এর সাথে এটি তার প্রথম কাজ। সিরিজটি নির্মাণ করেছেন তানিম নূর। কাইজার হইচই বাংলাদেশের প্রথম ডিটেকটিভ সিরিজ। সিরিজটি প্রযোজনা করেছে ফিল্ম সিন্ডিকেট।

আগামী ৮ জুলাই সিরিজটি হইচই প্ল্যাটফর্মে রিলিজ করা হবে।

এডিসি কাইজার চৌধুরী একজন হোমিসাইড ডিটেকটিভ। ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত কাইজার একজন ভিডিও গেম অ্যাডিক্ট। বদমেজাজী এই ডিটেকটিভ রক্ত ভয় পায় কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণীর।

কাইজার সিরিজে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, নাজিবা বাশার, শঙ্খ জামান, জিনাত সানু স্বাগতা, আহমেদ হাসান সানী, মোস্তাফিজ শাহীন ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত শিশু শিল্পী হৃদ্ধি সহ আরও অনেকে।

হইচইয়ে প্রথমবার নিশো,‘কাইজার’-এর ফার্স্ট লুক

নিশো বলেন, ‘আমি হইচই এর মত একটি প্ল্যাটফর্মের সাথে কাজ করতে চাচ্ছিলাম যারা অভিনব কনটেন্ট তৈরি করে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছে দেয়। যখন তানিম নূর কাইজার প্রজেক্টটা নিয়ে আমার কাছে আসলেন, তখন আমার মনে হয়েছে সারা বিশ্বের বাংলা ভাষায় কথা বলা মানুষের কাছে পৌঁছে যাওয়ার এই জার্নির জন্য কাইজারই যথাযথ মাধ্যম। কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভ, তাঁর অনেক রকম সমস্যা আছে, কিন্তু জীবনের গভীরে সেও একজন মানুষ। ক্যারেক্টারটা আমাকে আকর্ষণ করেছে আর আমি কাজটাও আনন্দ নিয়ে করেছি। কাইজারের ট্রেইলারও খুব তাড়াতাড়ি রিলিজ হবে। দর্শকেরা আমাকে কাইজার হিসেবে কীভাবে নেয় তা জানার আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

তানিম নূর বাংলাদেশের ওটিটি মাধ্যমে একটি পরিচিত নাম। ইতিপূর্বে তিনি বেশ কিছু ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। তিনি বলেন, “কাইজার আমার ড্রিম প্রজেক্ট। ছোটবেলা থেকে আমরা ফেলুদা, তিন গোয়েন্দা, ব্যোমকেশ বা শার্লক হোমস্ পড়ে বড় হয়েছি। চরিত্রগুলো কলকাতা বা দেশের বাইরের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। এদের নিয়ে বেশ কিছু কাজও হয়েছে। কিন্তু বাংলাদেশের বা ঢাকার মৌলিক একটি গোয়েন্দা চরিত্র নিয়ে খুব বেশি কাজ হয়নি। আমার স্বপ্ন ছিল বাংলাদেশের একটি গোয়েন্দা চরিত্রের ফ্র্যাঞ্চাইজি তৈরি করা। ছোটবেলা থেকে পড়া গোয়েন্দা গল্পগুলোর প্রতি যে ভাললাগা কাজ করতো, সেখান থেকেই ‘কাইজার’ সিরিজটি নির্মাণ করা হয়েছে।’

কাইজার সিরিজের ফার্স্ট লুক প্রকাশের ব্যাপারে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর. খান বলেন, ‘দর্শকেরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে হইচইতে আফরান নিশোকে নিয়ে কাজ করার কথা বলে আসছিলেন। দর্শকের এই চাহিদাটা আমাদের মাথায় ছিল। কাইজার চরিত্রটিতে যখন পরিচালক তানিম নূর আফরান নিশোকে কাস্ট করার কথা জানালেন, তখন আমাদের মনে হয়েছে এই চরিত্রের জন্য আফরান নিশোই সেরা। বাংলাদেশের একটি ডিটেকটিভ ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাইজারকে দর্শকেরা সাদরে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।’

Advertisement
Share.

Leave A Reply