fbpx

হঠাৎ উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে শীত কমতে থাকলেও হঠাৎ করেই উত্তরের জেলা কুড়িগ্রামের ওপর দিয়ে আবারও বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ১০টার পর সূর্যের দেখা মিলেছে।

বর্তমানে ভরা বোরো ধান রোপণের মৌসুম চলছে। এ অবস্থায় তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদনদী অববাহিকার চরাঞ্চলের মানুষ।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা নেই। আগামীতে বৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Advertisement
Share.

Leave A Reply