fbpx

‘হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো’: সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিপিএল শুরুর ঠিক দুইদিন আগের ঘটনা; বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেছিলেন তিনি বিপিএলের সিইও হলে সব বদলে দিতে সর্বোচ্চ দুই মাস লাগবে। সাকিবের কথার জবাবে বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান শেখ সোহেলের বক্তব্যটা ছিল, “সে যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, আমরা গভর্নিং বোর্ড তাকে স্বাগতম জানাই।”

বিসিবির ভাবনা জানার পর সবাই অপেক্ষায় ছিল সাকিবের উত্তরের। অবশেষে পাওয়া গেছে জবাব; বিশ্বসেরা অলরাউন্ডার অনেকটাই মজার ছলে বলেছেন, “হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো।”

সাকিবের একের পর এক মন্তব্য, যার অধিকাংশই বিসিবির বিপরীতে। অন্য যেকোনো খেলোয়াড় হলে পড়তে হতো শাস্তির মুখে। সাকিব বলেই কি চুপ বিসিবি? উত্তর দিয়েছিলেন সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, “এটা সঠিক সময় নয়। আমরা সুন্দর টুর্নামেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, আশা করব আপনারা সহযোগিতা করবেন। এখন এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সফলভাবে টুর্নামেন্ট শেষ করা।”

এখন প্রশ্ন, টুর্নামেন্ট কি সফলভাবে এগোচ্ছে? সফলতার সাথে শেষ হবে?

Advertisement
Share.

Leave A Reply