fbpx

হাসপাতালে কবির সুমন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রবিবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবির সুমন। ওই দিনেই তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালটির উডবার্ন ওয়ার্ডে আছেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, গত চারদিন ধরে গলায় অসহ্য ব্যথা অনুভব করেন কবির সুমন। এমনকী ঢোকও গিলতে পারছিলেন না শিল্পী। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। তবে করোনার পরীক্ষা করাননি তিনি। পরে রবিবার রাতে গলা ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে।

শরীরে অক্সিজেনের মাত্রাও নেমে গিয়েছিল। চিকিৎসক অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে শিল্পীর চিকিৎসায় ২ সদস্যের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। করোনা পরীক্ষা করানো হয়েছে ৭৮ বছরের শিল্পীর। তবে রিপোর্ট এখনও আসেনি।

Advertisement
Share.

Leave A Reply