fbpx

হাসপাতাল থেকে বাসায় ফরিদা পারভীন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নয় দিন হাসপাতালে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকালে বাসায় ফিরেছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। ফরিদা পারভীনের বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা সাজ্জাদুর রহমান।

করোনা পজিটিভ হওয়ার পর থেকেই চিকিৎসকের পরামর্শে শুরুতে বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন ফরিদা পারভীন। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিন দিনের মাথায় করোনার উপসর্গ কমা শুরু হলেও কিডনি জটিলতা নিয়ে উদ্বিগ্ন ছিল শিল্পীর পরিবারের সবাই। অবশেষে অবস্থার উন্নতি হওয়ায় ফরিদা পারভীন আজ বাসায় ফেরার অনুমতি পান।

গত মাসের শেষ দিকে জ্বর ও খুসখুসে কাশি ছিল ফরিদা পারভীনের। করোনার উপসর্গ ভেবে একাধিকবার নমুনা পরীক্ষা করান। দুবারই ফলাফল নেগেটিভ আসে। সর্বশেষ ৭ এপ্রিলের পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে এবং শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে যেতে হয়।

ফরিদা পারভীনের জন্ম ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন। পরে ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহর কাছে লালনসংগীতে তালিম নেন ফরিদা পারভীন।

Advertisement
Share.

Leave A Reply