fbpx

হাসান আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। এবং তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

২১ আগস্ট (শনিবার) সকাল ১০ টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে ঢাকায় নিয়া আসা হয় তাকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছেলে ইমতিয়াজ হাসান জানান,  ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হাসান আজিজুল হকের প্রধান সমস্যা। আছে হার্টের সমস্যা ও ডায়াবেটিস । এছাড়া পড়ে গিয়ে তিনি কোমরেও আঘাত পেয়েছিলেন বর্তমানে তার শারীরিক অবস্থা খারাপ। এতোদিন বাসায় চিকিৎসা দেয়া হলেও। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছে।

জানা গেছে, ঢাকার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে তিনি চিকিৎসা নিবেন।

এর আগে ছেলে ইমতিয়াজ হোসেন তার দেয়া ফেসবুক স্টাটাসে বাবার জন্য সকলের কাছে দোয়া চান।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বয়স এখন ৮২ বছর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩১ বছর শিক্ষকতার পর ২০০৪ সালে তিনি অবসর নেন তিনি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিক্ষকদের আবাসন এলাকা ‘বিহাস’- এ নিজের বাসায় থাকছেন।

Advertisement
Share.

Leave A Reply