fbpx

হিজল জোবায়েরের কবিতা ‘ওলান’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হিজল জোবায়েরের জন্ম ১৯৮৭ সালের ৩ মে। জন্ম স্থান দিনাজপুর। প্রকাশিত কবিতার বই- আদিম পুস্তকে এইরূপে লেখা হয়েছিল (২০১৫, চৈতন্য প্রকাশ), ধুলা পবনের দেশ (২০১৮, মেঘ প্রকাশনী)। পেশায় তিনি সংবাদমাধ্যমকর্মী ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। বিবিএস বাংলা’র জন্য এই কবি লিখেছেন তাঁর কবিতা ‘ওলান’। 

পানিথলি ফেটে—
ধুপ করে পড়ে গেলো তোমার বাচ্চাটা
ঝকঝকে স্যানাটোরিয়ামে

মেঝে-ভর্তি প্লাসেন্টা হানি

এই বাচ্চার দাঁত নেই
নখ নেই
সাপের বাচ্চা এটা নয়,
কৃমির মত নড়ছে
তোমার পিচ্ছিল প্লাসেন্টা
বাচ্চা নড়ছে
বাছুরের মতন

নদী ফুলে ওঠা ঢেউ
গরুর ওলান ফুলে ওঠার মতন
পড়েছি কী লাতিন গল্পে!

খসখসে জিভ নিয়ে
গোবর মাড়াতে মাড়াতে
একটা মা গরু উঠে আসছে
সাদা টাইল্‌সের এই শান্ত
স্বাস্থ্যসদনে

গরুর থাকে না হাবি
একটা এতিম বাছুর-বাচ্চা শুধু
একটা দুরন্ত সম্ভাব্য ষাঁড় হয়তো-বা
শিং ঘষতে ঘষতে যেটা হারাবে
শীতের কমলাবাগানের ভেতর
অববাহিকা বেয়ে আসা নদীর
কুয়াশায়, পাহাড়ি ঢলে

পাহাড়ি ঢলে
ঘোলা পানির ঘূর্ণি, সীমান্তরক্ষীর বোট
বর্ডার সব পিছে ফেলে তুমি শুধু একা
ভাসবে প্লাসেন্টা

পাহাড় ফেটে
গিরিমাটির পাহাড় ফেটে আহা
বেরিয়ে আসছে নদী
ঢেউ গর্জানো, ঘূর্ণিমত্ত
ওলান ওলান…

Advertisement
Share.

Leave A Reply