fbpx

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে চ্যানেল আই’র আয়োজন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৯ জুলাই কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর প্রয়াণ দিবস। এ উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে তাঁরই নির্মিত ৩টি অনবদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি। ১৭ জুলাই ‘আমার আছে জল’, ১৮ জুলাই ‘শ্রাবণ মেঘের দিন’ এবং ১৯ জুলাই প্রচার হবে ‘ঘেটুপুত্র কমলা’। ইমপ্রেস টেলিফিল্মের এর ছবিগুলো দেখানো হবে প্রতিদিন বিকেল ৩.০৫ মিনিটে।

১৯ জুলাই সকাল ৭:৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’ প্রচারের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায়, প্রান্তী, রানা এবং তৃষা। দুপুর ১২:৩০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন-এর বিশেষ পর্ব।

এছাড়া অন্যান্য আরও বিশেষ আয়োজনে থাকছে হুমায়ূন আহমেদকে নিয়ে ৩টি ভিন্ন স্বাদের অনুষ্ঠান। যথা-
শহিদুল আলম সাচ্চু-এর প্রযোজনায় হুমায়ূননামা, আকা রেজা গালিব-এর প্রযোজনায় ও কারিগর এবং
রবিন খান-এর প্রযোজনায় সিনেমার হুমায়ূন।

Advertisement
Share.

Leave A Reply