fbpx

১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গাজীপুরে ধীরাশ্রম স্টেশন এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল।

সোমবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটি সরিয়ে নেয়া হলে চলাচল স্বাভাবিক হয়। এর আগে রবিবার রাত সোয়া ৯টার দিকে গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশনের আউটার সিগন্যালের পাশে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম বলেন, ‘মিটারগেজে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ঢাকা-উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত ব্রডগেজে সংস্কার কাজ এখনও চলমান রয়েছে। সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ধীরাশ্রম রেল স্টেশন পার হয়। পরে পৌনে ৯টার দিকে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনও ধীরাশ্রম স্টেশন হয়ে জয়দেবপুর আসে।’

এর আগে ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের চারটি বগি ধীরাশ্রম স্টেশনের ১০০ গজ উত্তরপাশে লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি পুরোপুরি উল্টে যায়, বাকীগুলো আংশিক উল্টে যায়। এরপর থেকেই উত্তরাঞ্চলে টেন চলাচল বন্ধ হয়ে পড়ে বলেও জানান তিনি।

রেজাউল করিম বলেন, ‘দুর্ঘটনার পর রাত ১টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বগিগুলো উদ্ধার ও মেরামতের কাজ শেষে সকাল ৯ টা থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।’

অন্যদিকেএ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেয়া হয়েছে।

রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং কারও গাফলতি রয়েছে কি না তা খতিয়ে দেখতে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামি সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি।’

Advertisement
Share.

Leave A Reply