fbpx

১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছর ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

সেহেলী সাবরীন বলেন, গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার টিম ঢাকায় ৩ মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা প্রদান করে। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আবারও একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্যে অনুরোধ করে একটি চিঠি পাঠান।

এরপর রোমানিয়া বাংলাদেশিদের নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাস ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনায় আগ্রহ প্রকাশ করে, যোগ করেন সেহেলী।

তিনি আরও বলেন, ‌আশা করা যাচ্ছে এ সময়ে রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করবে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

Advertisement
Share.

Leave A Reply