fbpx

১৭ এপ্রিল করোনা টিকা পাচ্ছে ঢাবি শিক্ষার্থীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১৭ এপ্রিল করোনার টিকা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী ১৭ এপ্রিল আমাদের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। আমরা যেন ওইদিন সবাইকে টিকা দিতে পারি, সেজন্য বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।’

প্রথম ডোজের টিকা নেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ প্রসঙ্গে জানান, ‘১৭ এপ্রিলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে ভ্যাকসিনের আওতায় আনতে আমাদের সব ধরনের প্রচেষ্টা চলছে।‘

Advertisement
Share.

Leave A Reply