fbpx

১৮ রোজা পর্যন্ত স্কুল-কলেজ খোলা, শুক্র-শনি বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২৬ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এর পরিবর্তে ২০ এপ্রিল অর্থাৎ ১৮ রমজান পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে। এছাড়া সপ্তাহে শুক্র ও শনি এই দুই দিন স্কুল-কলেজ বন্ধ থাকবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষকদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্কুল-কলেজ খোলা রাখার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছিল।

এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয়েছিল, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছিল।

আর বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

Advertisement
Share.

Leave A Reply