fbpx

২হাজার কোটি টাকা পাচারে সাবেক মন্ত্রীর ভাই বাবর গ্রেফতার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মানি লন্ডারিং মামলায় সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে ৮ মার্চ (মঙ্গলবার) রাজধানীর বাড্ডা হতে গ্রেফতার করেছে পুলিশ।

দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেছিলেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। এর আগে গত ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা ১০ জনের বিরুদ্ধে চার্জশিট সিএমএম আদালতে দাখিল করেন।

আজ সকালে তাকে গ্রেফতারের বিষয়টি ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর পূর্বে, ২০২১ সালের ৩ মার্চ ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ওই মামলার অন্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল।

Advertisement
Share.

Leave A Reply