fbpx

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রথমে সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি।

গত তিন বছর করোনার কারণে এ কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর আলোচনায় সভায় যোগ দিতে মঞ্চে ওঠার আগে ২১ অগাস্ট হামলায় আহত কয়েকজনের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই রাস্তার ওপর একটি ট্রাকে অস্থায়ী মঞ্চে গ্রেনেড হামলা চালানো হয়। সেখানে বোমা হামলায় নিহত হন ২৪ জন। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করে দেওয়াই ছিল সেই নৃশংস হামলার মূল লক্ষ্য। তবে নেতাকর্মীদের তৈরি মানবঢালে সেদিন প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা।

২১ অগাস্ট সেই হত্যাকাণ্ড স্তব্ধ করে দেয় গোটা জাতিকে। ওই হত্যাকাণ্ডের ১৮ বছর পূর্তিতে রবিবার নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Advertisement
Share.

Leave A Reply