fbpx

২১ জেলায় শৈত্যপ্রবাহ, ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ মোট ২১ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। রাজধানীতে এ শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সকালে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ঘণ্টার ব্যবধানে আজ দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা এক দিনের মধ্যে দেড় ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রোববার দেশের দু–এক স্থানে বৃষ্টি হয়েছে। আগামী পরশু বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছী উপজেলায়, ৮.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একযোগে তিন স্থানে। সেগুলো হলো- রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছী।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “সোমবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি ঢাকার এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

Advertisement
Share.

Leave A Reply